Tomar Chokher Anginay

তোমার চোখের আঙ্গিনায় এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো

এখনো কি আকাশে মেঘ দেখে জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো পরশ বুলায় বৃস্টিধারা এসে
তোমার দীঘল চুলে এখনো কি ছবি আঁকে মেঘের যত কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো

এখনো কি পুরনো চিঠি পড়ে নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভাল

0 comments:

Post a Comment